বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান, ফের চরম অনিশ্চিত হয়ে গেল ১০০০ চা শ্রমিকের জীবন
নিজস্ব সংবাদদাতা : ফের বন্ধ হয়ে গেলো ডুয়ার্সে আরও একটি চা বাগান। জানা গেছে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার রাজা চা বাগান আর্থিক ক্ষতির কারণে কাজ বন্ধের ঘোষণা করে। কর্তৃপক্ষ আর্থিক ক্ষতি ও কম উৎপাদনের কারণ দেখিয়ে চা বাগান বন্ধ করে। এমনকি এদিন নোটিস দেওয়ার পরই তারা এলাকা ছেড়ে চলে যায়। যার ফলে এদিন থেকে ১,০০০-এর বেশি চা শ্রমিক হঠাৎ করে ফের কাজ হারালেন, যা ডুয়ার্সের চলমান সংকটকে আরও বাড়িয়ে দিল। তাদের পরিবার নিয়ে কোথায় যাবেন তারা ? এবং কিভাবে জীবনযাপন করবেন সেটাও একপ্রকার অনিশ্চিত হয়ে গেল। এদিকে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় , আগামী দিনে চা শ্রমিকদের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এবং কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে, এবং কিভাবে সন্তানদের ভবিষ্যৎ তৈরি করবে এটা নিয়েও এক প্রকার চরম অনিশ্চয়তা থেকে গেল। চা শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক বছর ধরে ডুয়ার্সে ব্যাপক টানাপোড়েন চলছিল এবার সেটা সামনে চলে আসলো।


