বাইকে করে গোটা শিলিগুড়ি ঘুরলেন মেয়র গৌতম দেব, মেয়রের দায়িত্ব অনেক এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : বাইকে করে গোটা শিলিগুড়ি ঘুরলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান আমার দায়িত্ব এবং কর্তব্য মানুষের পছন্দমত কাজ করা। আমি মানুষের পাশে এবং মানুষের কাছে থেকে কাজ করতে চাই। সামনে এই বিধানসভা নির্বাচন , তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে। এবং শ্রদ্ধা করে এমনকি তাদের পাশে থাকার দায়িত্ব এবং কর্তব্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপর অর্পণ করে দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের কাজ করা এবং মানুষের পাশে সাথে থাকা।তিনি এও বলেন শিলিগুড়ি বিধানসভা একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বাস। নানাভাবে মানুষ এখানে নিজের বাসস্থান তৈরি করে বসবাস করেন। তাদের চাহিদা অনেক । আমরা মা মাটি মানুষের সরকার, মানুষের কাছে এবং মানুষের পাশে থাকি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এদিন মেয়র বাইকে করে গোটা এলাকা প্রদক্ষিণও করেন। এবং মানুষের সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করেন।


