বাজানো যাবেনা কোন রকম হিন্দি গান, জলপাইগুড়ির শপিংমল গুলিকে এক কড়া হুঁশিয়ারি বাংলাপক্ষের তরফ থেকে
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে বেশিরভাগ শপিং মল গুলিতে বাজানো হতো হিন্দি গান। বাংলা পক্ষের তরফ থেকে এবার জলপাইগুড়ির সব শপিংমল গুলিকে হুঁশিয়ারি দেওয়া হলো , তারা যেন হিন্দি গানের পরিবর্তে অবিলম্বে বাংলা গান চালানো শুরু করে । বাংলা পক্ষের তরফ থেকে এদিন আরো জানানো হয় জলপাইগুড়ির অধিকাংশ শপিংমলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রমাগত বাজতে থাকে হিন্দি গান। যেটা বিশেষ করে বাঙ্গালীদের কাছে রীতিমতো চরম অপমানজনকও বটে । বাংলায় কেন এত হিন্দি গান বাজবে। অবিলম্বে বাংলা গান শোনাতে হবে সবাইকে। এই মর্মে এক স্মারকলিপি ও দেয় বাংলা পক্ষের সদস্যরা। যা মেনে নেয় শপিংমল গুলি। বাংলা পক্ষের সদস্যরা এও জানিয়েছেন তারা আবার আসবেন, তখন যদি হিন্দি গান চলে তারপর যা ঘটে যাবে তার জন্য তারা কোনো ভাবেই দায়ী থাকবেন না।
