বাধা উঠলেও এখনো সিদ্ধান্ত জানা যায়নি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের
নিজস্ব সংবাদদাতা: আমরা কি করবো এখনো ঠিক করিনি, এমনটাই জানালেন উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজ পড়ুয়া। ফোন করে সিদ্ধান্ত নেব । তারপরে আমরা নিজেরা একটা বৈঠক করবো , আমাদের কি হবে এবং আমরা পরবর্তীতে কি করতে চলেছি এটা জানা যাবে ওই বৈঠকের পরেই। এদিনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তাররা , নিজেদের অবস্থানে অনর ছিলেন।
তারা আরও বলেন মানুষের সমস্যা হোক আমরা তা চাই না, চিকিৎসা না করতে পারলে আমাদেরও ভালো লাগেনা , শুধুমাত্র টাকার জন্য আমরা এ কাজ করি না। একজন জুনিয়র ডাক্তার আরো জানান আমাদের লক্ষ্য ছিল প্রতিবাদকে জোরদার করা , এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য আন্দোলন করা। আমরা মনে করছি সেদিক দিয়ে আমরা অনেকটাই সফল, তাই আপাতত আমরা আমাদের আন্দোলন স্থগিত রাখছি, বলেও জানান ওই জুনিয়র ডাক্তারি পড়ুয়া।