বিগত কুড়ি বছর ধরে কমল এবং সঞ্জয়ের ” শাড়ি কুটির ” তাঁতের শাড়ির প্রতিষ্ঠানকে ধরে রেখেছে শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বাঙ্গালীদের কাছে তাঁতের শাড়ির মহিমা অপরিসীম। যারা তাঁতের শাড়ি পড়তে ভালোবাসেন এবং উপহার দিতে ভালোবাসেন , তাদের কাছে তাঁতের শাড়ি মানে স্বপ্ন। আর শিলিগুড়িতে তাঁতের শাড়ির ঐতিহ্য বহন করে চলেছে ” কমল সাহা এবং সঞ্জয় সাহা “র হাঁড়ি কুটির। কুড়ি বছর ধরে শিলিগুড়ির হাকিম পাড়াতে শাড়ির দোকান আছে তাদের। মিষ্টি ব্যবহারের জন্য খদ্দেরের কাছে প্রচন্ড জনপ্রিয় দুই ভাই। তারা জানালেন মানুষের সাথে যদি ভালো ব্যবহার নাই করি তবে কিভাবে মানুষ আমাদের কাছে আসবেন। শুধুমাত্র শিলিগুড়ি নয় শিলিগুড়ি আশেপাশের বিভিন্ন জায়গা জুড়ে ক্রেতা আছে তাদের। তারা জানালেন গত বছর এবং এই বছর বিভিন্ন কারণে ব্যবসা প্রচন্ড খারাপ থাকায়, ঘাটতি হয়েছে ঠিকই তবে আমরা হার মানিনি। শিলিগুড়িতে থেকে নবদ্বীপ এবং ফুলিয়ার শাড়ি আনেন তারা।

তারা এও জানান শিলিগুড়ির মানুষ পছন্দ করেন এইসব এলাকার শাড়ি। আর আমাদের কাছে তো এটা একটা ধর্মের মতন। গত কুড়ি বছর ধরে এই ব্যবসা করে চলেছি আমরা, এই ব্যবসা থেকেই আমাদের উপার্জন আমাদের আয় আমাদের ব্যয় , আমাদের সংসার চালানো সবকিছুই। তাই আমরা নিজেরাই তৈরি করে চলেছি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের । কমল এবং সঞ্জয় আরও জানান আমাদের কাছে নানান ধরনের মানুষ আছেন, যাদের আয় এবং উপার্জন এক হয় না, সবাইকে মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করি আমরা। তারা আরও জানান, শিলিগুড়ির হাকিম পাড়ায় তাদের একটাই দোকান এই দোকানে বিভিন্ন ধরনের মানুষ আসেন এবং তাদের পছন্দও থাকে আলাদা আলাদা, আমাদের কাছে সব ধরনের শাড়ি আছে। যার যেমন ক্ষমতা সেই ভাবেই তারা শাড়ি কেনেন। কমল সঞ্জয় আরো বলেন ” শাড়ি কুটিরে “এখন শুধুমাত্র তাঁতি বিক্রি হয় না। অন্যান্য শাড়ি ও বিক্রি হয়। তবে শাড়ি কুটির নাম এটাই থেকে যাবে জানালেন দুই ভাই। এই ভাবেই আমরা আরও বড় করতে চলেছি শাড়ি কুটির এর ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *