বিধান শিশু উদ্যান বইমেলার উদ্বোধন করলেন শ্রদ্ধেয় শ্রী শঙ্খ ঘোষ
মানিক চৌধুরী: ৩০ জুন, শনিবার বিকেল ঠিক ৪ টে। সর্বজন শ্রদ্ধেয় শ্রী শঙ্খ ঘোষ প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বিধান শিশু উদ্যান বইমেলার। Publishers and book sellers guild এবং ড. বি. সি. রায় মেমোরিয়াল কমিটির যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন। উপস্থিত ছিলেন Guild এর সম্পাদক ত্রিদিব চট্টপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক মিহির গংগোপাধ্যায়, লেখক একরম আলি, বিজ্ঞানী ড. দেবী প্রসাদ দুয়ারী, ড. ধ্রুবজ্যোতি চট্টপাধ্যায়, বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার । ড. বিধান রায়ের জনমোতসব উপলক্ষে আয়োজিত এই বইমেলা চলবে ৩ জুলাই পর্যন্ত। সংগে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন। ২ জুলাই সংগীত পরিবেশন করবেন এই সময়ের অন্যতম তরুণ শিল্পী কৌস্তুভ গোস্বামী। ৩ জুলাই থাকবে দোহারের অনুষ্ঠান। বিধান শিশু উদ্যানের কলা কেন্দ্রের সভ্য সভ্যরা উপস্থাপন করবে ভানুসিংহের পদাবলী। এছাড়া ও রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আবৃত্তি বিভাগের সভ্য সভ্যাদের পাশাপাশি খেলা়ধুলা বিভাগের শিক্ষার্থীরা সংগীতের মাধ্যমে তাদের পারদর্শিতা প্রদর্শন করবে। চারদিনের এই জমজমাট অনুষ্ঠানে সবাইকে সাদরস আমন্ত্রণ জানাই কমিটির পক্ষ থেকে।