বিভিন্ন বিষয় নিয়ে শিলিগুড়িতে এক বিশেষ সাংবাদিক সম্মেলন করল দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করল দার্জিলিং জেলা কংগ্রেস। এদিন দার্জিলিং জেলার কংগ্রেসের তরফ থেকে সভাপতি শংকর মালাকার জানান বিজেপি এবং তৃণমূল একে অন্যের সাথে তাল মিলিয়ে চলছে। আর বাইরে বাইরে দেখাচ্ছে যেন কিছুই হয়নি। দেশ এবং রাজ্য আজকে চরম বিপদে পড়ে গেছে এই দুটি দলের জন্য। আমরা কংগ্রেস এত বছর ধরে আছি কখনো মানুষকে বিচলিত করিনি। মানুষের জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি। ভারতবর্ষের ইতিহাসে এইরকম জঘন্য অবস্থা আর কোনদিন কোন দলের হয়নি। বর্তমানে যে পরিস্থিতি তাতে ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলে দেবে এদিন এমনটাই বললেন শঙ্কর মালাকার। এদিন তিনি আরো জানান ভারত বর্ষকে শান্তি এনে দিতে পারে একমাত্র কংগ্রেসই। তাই মানুষ আগামীতে দেশে আবার কংগ্রেসকেই ফিরিয়ে নিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *