বিশাল ধামাকা প্রতিরক্ষা ক্ষেত্রে ! এবার ভারতের হাতে বিশ্বের সবথেকে শক্তিশালী বিস্ফোরক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্তমানে পৃথিবীতে সবথেকে শক্তিশালী অস্ত্র অবশ্যই পরমাণু বোমা। তবে, তার ভয়ানক মারণ ক্ষমতা এবং পরবর্তী ক্ষতিকর প্রভাবের জন্য পরমাণু বোমা হামলা চালানো কার্যত সম্ভব নয়। এই বিষয়ে বিশ্বের অধিকাংশ পরমাণু শক্তিধর দেশ সম্মত। মাঝে-মাঝেই রাশিয়া বা উত্তর কোরিয়া পরমাণু হামলার হুমকি দেয় বটে, কিন্তু সত্যিকারের পরমাণু হামলা এখনও পর্যন্ত পৃথিবীতে দুবারই ঘটেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিল। পরমাণু শক্তির পর যদি সবথেকে শক্তিশালী বিস্ফোরক কিছু থেকে থাকে, তা হল টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন। তবে, এবার প্রতিরক্ষা খাতে বিপ্লব ঘটাতে চলেছে ভারত। ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হল এক সম্পূর্ণ নতুন বিস্ফোরক । এই বিস্ফোরক টিএনটি-র থেকেও দুই গুণ বেশি প্রাণঘাতী বলে দাবি করা হচ্ছে।

এই নয়া বিস্ফোরকটির নাম সেবেক্স ২ । নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ এই বিস্ফোরক তৈরি করেছে। পারমাণবিক অস্ত্রগুলি বাদ দিলে, বিশ্বের সবথেকে শক্তিশালী বিস্ফোরকগুলির অন্যতম এখন সেবেক্স ২। বিস্ফোরণের মাত্রায় অনেক গুণে এগিয়ে থাকলেও, আগে যে বিস্ফোরকগুলি ব্যবহার করা হত, তার থেকে ওজনে এতটুকু বেশি ভারী নয় সেবেক্স ২। কাজেই কামানের শেল হোক কিংবা মিসাইলের ওয়ারহেড, এই বিস্ফোরক ব্যবহার করলে কোথাও অতিরিক্ত ওজন পড়বে না। তবে, তাদের ধ্বংসাত্মক শক্তি বেড়ে যাবে অনেক গুণে।

নৌবাহিনীর যে প্রতিরক্ষা রফতানি প্রকল্প আছে, তার অধীনেই এই বিস্ফোরকটির পরীক্ষা করা হয়েছে। তবে শুধু এই একটিই বিস্ফোরক নয়, সোলার ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান, ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড বা ইইএল সংস্থা মোট তিনটি নতুন বিস্ফোরকের ফর্মুলা তৈরি করেছে। এই তিন বিস্ফোরক ফর্মুলা ভারতীয় অস্ত্রশস্ত্রের ফায়ার পাওয়ার এবং বিস্ফোরক প্রভাব অনেকটাই বাড়িয়ে দেবে। এর ফলে, সশস্ত্র বাহিনীর জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এই তিন ফর্মুলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *