বয়স্ক মা কাঠের উনুনে রান্না করেন প্রচুর ধোঁয়া সহ্য করে, মায়ের প্রচন্ড সেই কষ্ট অবশেষে সমাধান করলো ছেলে
নিজস্ব সংবাদদাতা : দিন আনা দিন খাওয়া গরিব পরিবার। অভাব নিত্যসঙ্গী। রান্নার গ্যাস ব্যবহার করা যেন এক বিলাসিতা। তা কেনার সামর্থ্যও নেই। তাই, বয়স্ক মা প্রতিদিন প্রচুর ধোঁয়া সহ্য করে কাঠের উনুনেই রান্না করেন। মায়ের এমন কষ্ট দেখে আর মুখ বুজে বসে থাকতে পারেননি বছর ৩০-এর ছেলে শুভঙ্কর পণ্ডিত। অবশেষে মায়ের কষ্ট লাঘবে শেষ অবধি তৈরি করে ফেললেন লোহার স্টোভ। যার জ্বালানি শুধুমাত্র পোড়া মোবিল। এদিকে তাঁর তৈরি সেই স্টোভও এলাকায় ব্যাপক সাড়াও ফেলেছে। শুভঙ্করের দাবি, পরিবারের চারজন মানুষের জন্য এক লিটার পোড়া মোবিল দিয়ে ওই স্টোভে দশদিনেরও বেশি রান্না করা সম্ভব। ফলে, একদিকে যেমন অর্থের সাশ্রয় হয়েছে, তেমনই মায়ের মুখেও হাসি ফুটছে। তাই তিনি অত্যন্ত খুশি।

স্থানীয় সূত্রে খবর, শুভঙ্করের বাড়ি শহর সংলগ্ন জংশন শীতলা কলোনিতে। বাড়িতে রয়েছে মুদির দোকান। সংসারে ওই দোকানই আয়ের উৎস। পরিবারে রয়েছেন বয়স্ক মা, আর স্ত্রী। প্রবল অসুস্থতার জন্য বিএ ফাইনাল পরীক্ষা দিতে পারেননি শুভঙ্কর। তিনি জানান, এখন বাজারে ৩০ থেকে ৪০ টাকা প্রতি লিটার দরে পোড়া মোবিল কিনতে পাওয়া যায়। বর্তমানে কেরোসিন দুষ্প্রাপ্য। এমনকি, রান্নার গ্যাসের দামও তাঁদের মতো পরিবারের সাধ্যের বাইরে। শৈশব থেকে মাকে কাঠের উনুনে রান্না করতে দেখেছেন। তাই, তিনি মোবিলচালিত স্টোভ তৈরি করেছেন। তিনি এও বলেন, ‘এই স্টোভ বহু সমস্যার সমাধান করে দেবে।