ভারতীয় রেলে টিটির কুকীর্তি, চার্ট থেকে নম্বর নিয়ে তরুণী যাত্রীকে আপত্তিকর মেসেজ ,অবশেষে খোয়ালেন চাকরি
বেস্ট কলকাতা নিউজ : ফাঁস হল ভারতীয় রেলে এক টিটির কুকীর্তি। যাত্রী সংরক্ষণ তালিকা থেকে এক তরুণী যাত্রীর মোবাইল নম্বর নিয়ে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠানোর দায়ে চাকরি হারালেন এক টিকিট পরীক্ষক। বুন্দলখন্ড এক্সপ্রেসের ওই টিকিট পরীক্ষককে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিউটি থেকে বরখাস্ত করা হয়।

১১ মার্চ বুন্দেলখণ্ড এক্সপ্রেসের থার্ড এসি কোচে বারণসী থেকে ঝাঁসি যাচ্ছিলেন ওই তরুণী অভিযোগ,তখন টিটি রামলাখান মীনা তাঁর টিকিট পরীক্ষা করার পর থেকে তাঁকে উত্যক্ত করতে থাকেন। তাঁর দিকে ইঙ্গিতপূর্ণ চোখে তাকান। আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। এমনকি তাঁর আরও গুরুতর অভিযোগ, ট্রেন ঝাঁসির মৌরানিপুর পৌঁছলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। আচমকা একটি অপরিচিত নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে অশ্লীল আপত্তিকর মেসেজ আসতে থাকে। আবার তিনি স্ক্রিনশট নেওয়ার আগেই সেইসব মেসেজ মুছেও ফেলা হয়। এরপরই তিনি ট্রু কলার অ্যাপের মাধ্যমে জানতে পারেন যে, অপরিচিত ওই নম্বরটি টিটি রামলাখান মীনার। বুঝতে পারেন, রিজার্ভেশন চার্ট থেকে তাঁর নম্বর নেওয়া হয়েছে বলে।