ভুয়া ভোটার নিয়ে অবশেষে সরব হলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : ভুয়া ভোটার নিয়ে অবশেষে সরব হলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এক সাংবাদিক বৈঠকে ডেপুটি মেয়র জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া ভোটারদের নিয়ে চরম উদ্বিগ্ন। তাই গোটা বাংলা জুড়ে আমাদের ভুয়া ভোটারদের খুঁজে বের করতে হবে। একজন মানুষের কিভাবে দু জায়গায় ভোটের নাম থাকবে? এটা তো হতে পারে না। আর যদি সেটা উঠে গিয়েই থাকে তবে সেটা কাটা হবেই না বা কেন ?

তিনি আরো জানান শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে প্রচুর ভোটার আছে যাদের দু জায়গায় নাম আছে। আমাদের এখন শুধুমাত্র একটাই কাজ যেভাবেই হোক তাদের খুঁজে বের করে যদি দুই জায়গায় নাম থেকে থাকে , সেখানে এক জায়গার নাম করে দেওয়া। এটাই আপাতত আমাদের মুখ্য কাজ এবং দায়িত্ব। প্রতিটি জেলায় আমাদের নেতৃত্ব এই কাজে নেমে পড়েছেন, এবং যাতে সমস্যা তৈরি না হয় বিশেষ করে ভোটের আগে সেটাও দেখছেন। আমরাও কাজ শুরু করে দিয়েছি শিলিগুড়ি ৪৭ টি জেলা জুড়ে, এবং তার আশেপাশের এলাকায়। কিছু কাজও হয়ে যাবে, এদিন এমনটাই জানান ডেপুটি মেয়র। তিনি এও বলেন এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, বিজেপি চাইবে এই ধরনের ভুয়া ভোটারদের দিয়ে ভোট করিয়ে বাংলার মানুষকে উদ্বিগ্ন করে তুলতে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না বলেও এদিন জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।