ভুল ইনজেকশনে মৃত্যু হল এক প্রসূতির, ব্যাপক উত্তেজনা ছড়ালো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বালুরঘাট : ভুল ইঞ্জেকশনের কারণে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হল এক প্রসুতির। ওই প্রসূতি সদ্য এক শিশুর জন্ম দিয়েছিলেন। জানা গেছে ওই হাসপাতালে একসাথে ১০ জনকে ওই ইনজেকশন দেওয়া হয় , ওই ইনজেকশন দেওয়ার পরই ওই ১০ জন রোগীনী ছটফট করতে শুরু করেন। তাদের অস্বস্তি শুরু হয়ে যায়, বিভিন্নভাবে অসুস্থ বোধ করেন তারা। পরে একজনের মৃত্যু হয়। অবশেষে ওই ঘটনার পরে এদিন চরম উত্তেজনা ছড়ায় গোটা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।

এদিকে রোগিনীর পরিবারের লোকজন এদিন অভিযোগ জানান না জেনে ভুল ইঞ্জেকশন দেওয়ায় কারণেই এই বিপত্তি ঘটেছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা এদিন এই বিষয়ে কিছু বলতে চাননি। অন্যদিকে রোগীনীর আত্মীয়-স্বজনেরা আরোও অভিযোগ জানান প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ চলছিল দায়সারা মনোভাব নিয়ে। কিছুতেই ওই রোগীনিদের চিকিৎসা শুরু হচ্ছিল না। পরে রোগীর আত্মীয়-স্বজনেরা জোরজবস্তি শুরু করলে অবশেষে চিকিৎসা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *