ভোটারদের নিয়ে কোনো রকম ছেলে খেলা হবে না, এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : ভোটারদের নিয়ে কোন ছেলে খেলা হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ভুয়া ভোটার খুঁজে বের করতে হবে। তাই আমরা গোটা বাংলা ব্যাপী ভুয়া ভোটারদের খুঁজে বের করছি। প্রচুর ভোটার দুই জায়গায় ভোটের নাম উঠিয়ে বসে আছে, হয়তো সম্পূর্ণ দোষ তাদের নয়। তবে সমস্যা তো একটা তৈরি হবেই। তাই আমাদের সেই সমস্যা সমাধান করতে হবে এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

তিনি আরো জানান আমি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে কথা বলেছি, দেখছি কিভাবে ভোটারের নাম তোলা হয়েছে। এর জন্য কে বা কারা দায়ী , তা আমাদের খুঁজে বার করতেই হবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের এই দায়িত্ব, নিয়ে চলতে হবে। জেলা সভাপতি এদিন আরো বলেন প্রত্যেক কাউন্সিলর, এবং প্রত্যেক নেতা এবং নেতৃত্বদের এই দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে সেটা বলে দিয়েছি। বিধানসভা ভোট আজকে আর বেশি দেরি নেই, সঠিকভাবে ভোটার লিস্ট বের করে যাদের নাম অবৈধভাবে ঢুকে গেছে, তাদের বের করে দিতে হবে। জেলা সভাপতি এও বলেন শিলিগুড়ি পুরসভার মোট ৪৭টি ওয়ার্ডে যত দ্রুত পারা যায় এই কাজ শেষ করতে হবে। কারণ এই কাজ প্রচন্ড গুরুত্বপূর্ণ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ দিয়েছেন সেখানে আমরা পিছিয়ে থাকবো না।