ভ্যাকসিন দেবার পর শিশুর মৃত্যুর ঘটনায় এবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধেই ফের তোপ দাগলেন মীনাক্ষী মুখার্জী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

() রাজ্য ১ রাজ্য (৩)

নিজস্ব সংবাদদাতা : ভ্যাকসিন দেওয়ার পরে মারা গেছে ৫৪ দিনের সন্তান। অবশেষে সেই পরিবারকে সান্তনা দিতে ছুটে এলেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি লাটাগুড়িতে ওই পরিবারের সাথে দেখা করেন। মীনাক্ষী মুখার্জী এদিন জানান এত উদাসীন রাজ্য সরকার, আমাদের কারো কিছু বলবার নেই সবকিছু শেষ করে দিয়ে এরাই রাজ্য থেকে চলে যাবে। এই যে ৫৪ দিনের শিশুটি মারা গেল স্বাস্থ্য দপ্তর কি এর জবাব দিতে পারবে? মীনাক্ষী মুখার্জী এদিন ওই পরিবারের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান এবং সান্তনা দেন। এবং সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন। মীনাক্ষী মুখার্জী কে দেখে কান্নায় ভেঙে পড়েন ওই পরিবারের সদস্যরাও।

এদিন তিনি আরোও জানান একমাত্র ডাক্তারের গাফিলতিতে এই কাণ্ড হলো। তাদের পরিবার হারালো পরিবারের জন্য এক অমূল্য সম্পদকে। এই ঘটনা যেমন দুর্ভাগ্যজনক তেমনি চরম কষ্টদায়ক। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় করব। রাজ্য সরকারের সমালোচনা করে মীনাক্ষী মুখার্জী এও বলেন এই সরকার কিছুই করছে না, এদের সরে যাওয়া দরকার। মানুষ বুঝতে পেরেছে, তাই বিধানসভা ভোটেই শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের রাজত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *