মহা বিপত্তি জ্যান্ত মাছ গিলে ফেলার জেরে, ছিন্নভিন্ন হল গলার নলি, যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হল কেরলের এক যুবকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃষ্টির কারণে ধানখেতে জল জমেছিল। সেই জমা জল সকাতেই কয়েক জন বন্ধুকে নিয়ে মাঠে নেমেছিলেন আদর্শ ওরফে উন্নি (২৫)। জলের সঙ্গে ধানখেতে অনেক মাছ ঢুকে পড়েছিল। আদর্শ একটি মাছ ধরার পর তা নিজের মুখে পুরে আলত করে কামড়ে ধরে হাত দিয়ে দ্বিতীয় মাছটি ধরার চেষ্টা করছিলেন। সেই সময়ে মাছটি খুব ছটফট করছিল। অসাবধানতায় মুখ থেকে ছিটকে তা গলার ভিতরে চলে যায়। আর তাতেই ঘটে যায় বড় দুর্ঘটনা।

চরম মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলের আলাপ্পুঝার কেয়ামকুলাম এলাকায়। মৃত যুবকের বন্ধুদের দাবি, গলায় গিয়ে ওই আধা জ্যান্ত মাছটা ছটফট করছিল। ফলে মাছের কাঁটায় আদর্শের মুখের ভিতরের নলি ক্ষতবিক্ষত হয়ে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন আদর্শ।পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই আদর্শকে তাড়াতাড়ি ওচিড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকেরাও যুবককে বাঁচাতে চরম ব্যর্থ হন। অবশেষে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে গোটা ঘটনার সময় মাঠে উপস্থিত আদর্শের বন্ধুরা অসহায় দর্শক হয়ে দাঁড়িয়ে দেখলেও কিছু করতে পারেননি,যা চরম আফসোসও রয়েছে তাদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *