মহারাষ্ট্রে ভূমিকম্প মহাযুতির, শিবসেনা নেতা সঞ্জয় রাউত রহস্যের গন্ধ পাচ্ছেন ফলাফলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রে ভূমিকম্প মহাযুতির। সমস্ত রেকর্ড ভেঙে জয়ের দিকে এগোচ্ছে মহাযুতি। আর এই ফলাফলেই রহস্যের গন্ধ পাচ্ছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতির ভাল ফল কিছুতেই মানতে নারাজ সঞ্জয় রাউত। তাঁর দাবি, “এটা মানুষের রায় হতে পারে না”।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল আজ। প্রাথমিক গণনায় ২৮৮ আসনের মধ্যে ২২০টি আসনেই এগিয়ে মহাযুতি। এ দিন ভোটের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, “এটা জনগণের রায় হতে পারে না। আমি মহারাষ্ট্রের মানুষদের জানি। আমরা এই ফল মানছি না। ভোটের ফলাফলে কিছু তো গড়বড় রয়েছে।”

রাজ্যসভার সাংসদ প্রশ্ন করেন, “মহারাষ্ট্রের মানুষও ভাবছে যে কীভাবে এই ফলাফল মানবে। নির্বাচনে যে টাকা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। একনাথ শিন্ডে বলেছিলেন, তাঁর একজন বিধায়কও হারবেন না। কীভাবে একনাথ শিন্ডের সমস্ত বিধায়করা জিততে পারে? অজিত পওয়ার, যার বিশ্বাসঘাতকতায় গোটা মহারাষ্ট্রের জনগণ ক্ষিপ্ত হয়েছিল, তার দল জিততে পারে?” এদিকে বিজেপি নেতা প্রবীণ দারেকর বলেন, “সঞ্জয় রাউতের উচিত নিজের বিমানকে মাটিতে ল্যান্ড করানো…বিজেপি সরকার রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় থাকলে মহারাষ্ট্রের আরও উন্নতি হবে। সেই কারণেই জনগণ আমাদের ভোট দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *