মহারাষ্ট্রের মতো বিহারেও নির্বাচন হাইজ্যাক করতে চাইছে বিজেপি, কেন্দ্রের শাসক দলকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রের মতো বিহারেও কারচুপি করে নির্বাচনে জিততে চাইছে বিজেপি ৷ ওড়িশার সংবিধান বাঁচাও সভা থেকে শুক্রবার এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাশে নিয়ে রাহুল বলেন, “মহারাষ্ট্রের মতো বিহারের নির্বাচনও হাইজ্যাক করতে চাইছে বিজেপি ৷ এভাবেই ওরা দেশের সর্বত্র সংবিধানের উপর কড়া আঘাত হানছে ৷”
চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন ৷ তার কয়েক মাস আগে নীতীশ কুমারের রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ৷ শুধু তাই নয়, বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা সার করারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইন্ডিয়া শিবির ৷ বিহার বনধেরও ডাক দেওয়া হয়েছিল ৷ এবার ওড়িশার সভা থেকে সরব হলেন রাহুলও ৷ বিহারের পাশাপাশি বাংলাতেও ‘সার’ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ শাসক তৃণমূল থেকে শুরু করে কয়েকটি রাজনৈতিক দলের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে ৷ তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে অনেক ভোটারের নাম বাদ যাবে ৷ আর তাতে ঘুরপথে বিজেপি-র সুবিধা হবে ৷

বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে গৌতম আদানির প্রসঙ্গও টেনে আনেন রাহুল ৷ প্রভু জগন্নাথ দেবের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির দাবি, আদানিরা যাতে দর্শন করতে পারেন তার জন্য যাত্রার মাঝপথে রথ থামিয়ে দেওয়া হয়েছিল ৷ অথচ এই সরকার ওড়িশার তফশিলি জাতি উপজাতিভুক্ত মানুষদের জমির অধিকার থেকে বঞ্চিত করেছে ৷ তাঁর কথায়, “জল-জঙ্গল-জমির অধিকার আদিবাসীদের ছিল ৷ তাদের আছে ৷ আর তাদেরই থাকবে ৷ কিন্তু ওড়িশার বিজেপি সরকার আদিবাসীদের আইনি সুরক্ষা দিচ্ছে না ৷”
অন্যদিকে, আবারও জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছেন রাহুল ৷ তাঁর মতে, সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে সমানভাবে প্রশাসন পরিচালনায় অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে জাতিভিত্তিক জনগণনা জরুরি ৷ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ভারতীয় রাজনীতিতে নতুন করে জাতিভিত্তিক জনগণনার দাবি উঠতে শুরু করেছে ৷ বিহারের মতো রাজ্য় নিজেদের মতো করে জাতিভিত্তিক গণনা করেও ফেলেছে ৷ এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারও জনগণনার সঙ্গে জাতিভিত্তিক গণনা করার কথা জানিয়েছে ৷ ২০২৭ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷ ২০১১ সালে শেষবার জনগণনা হয়েছিল ৷ সাধারণত ১০ বছর পর পর জনগণনা হয়ে থাকে ৷ ২০১১ সালে হওয়ার কথা থাকলেও করোনা নানা কারণে তা নির্ধারিত সময়ের প্রায় 6 বছর বাদে জনগণনা হতে চলেছে ৷
একইসঙ্গে ওড়িশার সভা থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তোপ দেগেছেন রায়বরেলির সাংসদ ৷ ৪০ হাজার মহিলার খোঁজ নেই বলে তিনি দাবি করেছেন ৷ অন্য একটি প্রসঙ্গে সরাসরি নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হন রাহুল ৷ তিনি জানান, নিজের কাজ না-করে কমিশন বিজেপি’র স্বার্থ চরিতার্থ করতে পরিচালিত হচ্ছে ৷