মেয়র ঘুরলেন গোটা শহর, সতর্ক করে দিলেন সকল ব্যাবসায়ীদের
শিলিগুড়ি : শিলিগুড়ি শহরজুড়ে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে বিকল্প জমির সন্ধানে মাননীয়া জেলাশাসক, পুলিশ কমিশনার, ডেপুটি মেয়র, সংশ্লিষ্ট বরো চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং পুরনিগমের অধিকারিকদের নিয়ে হকার্স কর্নার, বিধান মার্কেট ডুয়ার্স বাসস্ট্যান্ড, ইসকন মন্দির মোর, বাংলা বাজার, চম্পাসারি মার্কেট ইত্যাদি স্থান সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
এদিন তিনি নিজে পরিদর্শন করে জানান আমাদের কাজ হলো শিলিগুড়িকে পরিছন্ন রাখা, আমাদের হকার দের সাথে কোনো শত্রুতা নেই। ওরা সংসার চালাচ্ছে আর আমরা কেন ওদের বিরুদ্ধে যাবো? আমরা চাই সবাই সঠিক উপায়ে ব্যবসা করে যাক। ওদের নির্দিষ্ট ভাবে কাজ করে যেতে হবে, নিয়ম করে ব্যবসা করুক আমরা কিছুই বলবো না। তবে যারা নিয়ম মানছে না তারা কোনো পার পাবে না। সবাই কে নিয়ম করে ব্যবসা করে যেতে হবে। ওদের সময় দেওয়া হলো নিজেদের ব্যবসা গুছিয়ে নিক। আমরা যতটা পারি সাহায্য করে যাবো। এদিন গোটা শিলিগুড়ি প্রায় ঘুরে দেখেন মেয়র এবং সংশ্লিষ্ট অধিকারিকরা। সবাই কেই নিয়ম করে কাজ করে যেতে হবে তবেই ব্যবসা করতে দেওয়া হবে বলে জানালেন মেয়র।