মোবাইলের যুগে কি ব্রাত্য হয়ে যাচ্ছে সংবাদপত্র?
নিজস্ব সংবাদদাতা : আগে সকালে অপেক্ষায় থাকতেন সবাই, কখন আসবে খবরের কাগজ? এটা এমন একটা জিনিস পড়ার আগে যার মুল্য থাকত কোটি টাকা, অথচ পড়বার পরে হয়ে যেত শুন্য। খবরের কাগজ এমন একটা জিনিস যা না থাকলে মনে হয় কি যেন বাদ চলে গেল আজকে, অবশ্যই সেটা খবরের কাগজের পোকাদের কাছে, সবার কাছে নয়। বর্তমানে মোবাইল এসে সেই একাধিপত্য অনেকটাই নষ্ট করে দিয়েছে পাঠকদের, সকাল থেকে সন্ধ্যায় মানুষের কাছে মোবাইল হল বন্ধু, কাজের জিনিস এবং সময় কাটানোর উপকরন। ফলে কার্যত কাগজ থেকে অনেকটাই দুরে একশ্রেনীর মানুষ।
আগে অপেক্ষায় থাকতেন সবাই কখন পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত খবরের কাগজ, এখন আর কেউ অপেক্ষায় থাকেন না, কারন মোবাইল এবং ডিজিটাল সংবাদ মাধ্যমের কারনে সংবাদপত্র পড়বার আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকেই। ফলে আগের মতন আর উৎসাহ পান না সংবাদ পত্র বিক্রেতারা। আধুনিক যুগে অনেকের কাছেই এখন সংবাদপত্র সময় নষ্ট করার জিনিস ছাড়া আর কিছুই না। কারন জানতে চাইলেই যে “গুগুল ” যে পৌছে দিচ্ছে সকল প্রশ্নের উত্তর। তাই তো বিকেল পর্যন্ত পড়েই থাকে কাগজ যার বর্তমান একেবারেই মলীন। পাঠক আছেন ঠিকই, তবে সেটা একেবারেই নামামাত্র, বাড়বে কি পাঠকের সংখ্যা? সেটা সময়ই বলে দেবে।