রাজনীতিতে আমার কোনো রকম উৎসাহ নেই আমার কাছে সবাই সমান, জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচি
নিজস্ব সংবাদদাতা : আমি রাজনীতি করি না, রাজনীতিতে আমার কোন আগ্রহ নেই , জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচি। তিনি আরো জানালেন আমার নেতাজি কেবিনে সবাইকে স্বাগতম। দলমত নির্বিশেষে সবাই আসে আমার এই নেতাজি কেবিনে। তাই কোন দলের হয়ে রাজনীতি করে আমি আমার, এবং আমার নেতাজি কেবিনের প্রতি ভালোবাসা নষ্ট করতে চাই না। দলমত নির্বিশেষে সবাই আমার দোকানে আসেন, টোস্ট ওমলেট চা খেতে। সেখানে যদি আমি নিজেকে রাজনীতির সাথে জড়িত করতে চাই, সেটা আমার দোকান এবং আমার পক্ষে একেবারেই ভালো হবে না। মানুষ বিভক্ত হয়ে যাবে। মানুষই বলবে নেতাজি কেবিন একটা রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। তাই আমি কোনদিন হয়তো রাজনীতি করবো না। ব্যক্তিগত পছন্দ সবারই থাকতে পারে, আমারও আছে , কিন্তু তা বলে আমার ভালোবাসা দোকানকে কোনভাবেই বিকৃত করতে চাই না আমিএমনটাই জানালেন প্রণব বাবু।
তিনি আরো জানান এই যে আমার দোকানে সকাল থেকে সন্ধ্যা এত মানুষ আসেন চায়ের প্রশংসা করেন, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা। এরমধ্য রাজনীতিতে ঢুকিয়ে আমি কোন কিছু কলুষিত করতে চাই না বলেও জানান প্রণবেন্দু বাগচি। তিনি এও বলেন আমার স্ত্রী এবং আমার কন্যার ও একমত। নেতাজি কেবিন আমার বাবার স্বপ্ন ছিল, সেখানে আমি কোনভাবেই রাজনীতি ঢোকাতে চাই না। আমার দোকানে সব রাজনীতিক দলের লোকেরা আসেন, সেখানে যদি আমি কোন একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাই বা জড়িত হয়ে যাই তবে তো বাকিরা আসাই বন্ধ করে দেবে। তাই রাজনীতি ছেড়েই চলবে নেতাজি কেবিন। নিজের গরিমা এবং নিজের ঐশ্বর্য নিয়ে । শুধু শিলিগুড়ি কেন কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে নেতাজি কেবিনে চা খেতে। আর আমি সেটা কখনো হারাতে চাই না। পৃথিবীতে অনেক মানুষ আছেন, যারা রাজনীতিতে পছন্দ করেন না, হয়তো তাদের মধ্যে আমিও একজন। আমার নেতাজি কেবিন মানুষের জন্যই থাকবে, সেখানে কোন রাজনীতি ঢুকবে না বলেও জানান প্রণবেন্দু বাগচী।