রাজ্য সরকারের পক্ষ থেকে বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে
শিলিগুড়ি : রাজ্য সরকারের পক্ষ থেকে বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হলো শিলিগুড়ি পুরসভার তরফ থেকে। কয়েকদিন আগে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল শিলিগুড়ি বিধান মার্কেট এর সাতটি দোকান। অল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল আরো ১৫ টি দোকান। আজ শিলিগুড়ির পুরসভার তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে এক লক্ষ টাকার চেক প্রদান করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরসভার তরফ থেকে স্বল্প ক্ষতিগ্রস্ত দোকানদারদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিলেন মেয়র নিজে । মেয়র এদিন জানান যত টাকাই দেওয়া হোক না কেন এই ভয়াবহ ক্ষতি পূরণ করা যাবে না কোনোভাবেই, তবুও আমি চেষ্টা করব ওদের পাশে যতটা দাঁড়ানো যায়। ওদের পাশে আমরা সব সময় আছি, শিলিগুড়ি পুরসভা আছে , যখন যেভাবে প্রয়োজন আমাদের জানালেই হবে। আমরা পাশে থাকতে চেষ্টা করব।
এদিকে ব্যবসায় সমিতির সভাপতি বাপি সাহা জানান আপাতত কিছুটা হলেও আমাদের শান্তি আসলো, পুজোর সময় এই ভয়াবহ আগুনের কবলে পড়ে আমরা একেবারেই দিশাহারা হয়ে গিয়েছিলাম। তাই তাই পুরসভা যে আমাদের আসে এসে দাঁড়ালো এতেই আমরা খুশি। মেয়রকে ধন্যবাদ , শিলিগুড়ি পুরসভা কে বিশেষ ধন্যবাদ পুজোর সময় এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য চিন্তা করে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।