রান্নার প্রতিযোগিতায় সেরা হলেন তনিমা ঘোষ, আমি রান্না করতে ভালোবাসি এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : শিলিগুড়িতে আয়োজিত হল গ্যাস কোম্পানির দ্বারা পরিচালিত এক রান্না প্রতিযোগিতার । শিলিগুড়িতে এই প্রতিযোগিতা অনেকদিন ধরেই জনপ্রিয় । তাছাড়া শীতের সময়ের এই প্রতিযোগিতা কে ঘিরে মানুষের আকর্ষণও থাকে প্রচুর। এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিলিগুড়ির বিভিন্ন এলাকার মহিলা এবং গৃহবধূরা। সবাই নিজের সেরাটাই দিয়েছেন বলে জানান আয়োজকরা। তাদের মধ্য থেকে এই প্রতিযোগিতায় সেরা হলেন শিলিগুড়ির হাকিম পাড়ার নিবাসী তানিমা ঘোষ।
এদিন তিনি জানান আজকে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ হচ্ছে। আর বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল এই প্রতিযোগিতায় যোগদান করে সেরা সেরা শিরোপা নেওয়া । আমি খুশি আজকে এই কাজটা ভালোমতো করতে পেরে। তিনি আরোও জানান রান্না এমন একটা জিনিস যেটা করে এবং খাইয়ে একটা আলাদা তৃপ্তি এবং আনন্দ পাওয়া যায়। আর শুধু তাই নয় রান্না একের নয় রান্না দশের জন্য। তাই আমি আজকে এখানে আসতে পেরে যেমন আনন্দিত হয়েছি তেমনি প্রতিযোগিতায় সেরা হতে পেরে গর্ব বোধ করছি। ভবিষ্যতেও ইচ্ছা থাকলো এই ধরনের প্রতিযোগিতায় যোগদান করার। । তিনি এও জানান পরিবারের লোকেদের উৎসাহ এবং তাদের আগ্রহের কারণে আজকে আমি এই প্রতিযোগিতায় সেরা হতে পারলাম। এই কৃতিত্ব আমার সাথে তাদেরও প্রাপ্য।