রামনবমীতে সকাল সকাল ভগবান শ্রী রামের পুজো করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: রামনবমীতে রামের পুজো করলেন মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়িতে সকাল সকাল পুজো ছাড়লেন মেয়র। এদিন মেয়র জানান রামের পুজো আমাদের সবার জন্য , কাজেই প্রত্যেকেই আমরা আজকে এই বিশেষ দিনটিকে আলাদা আলাদা ভাবে পালন করব। ভগবান শ্রী রাম আমাদের আশীর্বাদ করুন আমরা যেন সুস্থভাবে সরল ভাবে আমাদের বাদবাকি জীবনের সমস্যা গুলো কাটিয়ে এগিয়ে যেতে পারি। এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার বেশ কয়েকজন কর্মী। মেয়র এদিন সকালেই চলে আসেন মন্দিরে পুজো দেন ভক্তি ভরে। মেয়র এদিন আরো জানান চারদিকের সমস্যার সমাধান ভগবানই করতে পারেন। আর ভগবান রামচন্দ্র আমাদের সবার ভগবান। আমাদের সবার দেবতা। তাই আজকের দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে আমরা পালন করব। রামচন্দ্রের কথা যদি আমরা মেনে চলতে পারি তবে আমাদের জীবনে সুখ এবং শান্তি অনিবার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *