রেকর্ড ফলন কমলার, শিলিগুড়িতে হাসি ফুটল কমলালেবু বিক্রেতাদের মুখে
শিলিগুড়ি : এবারে রেকর্ড পরিমানে কমলালেবু বিক্রি হলো শিলিগুড়িতে। কনকনে ঠান্ডার মধ্য কমলালেবু এবার রেকর্ড পরিমানে বিক্রি হলো শিলিগুড়িতে। বিক্রেতারা জানান গত দশ বছরে এই ধরনের বিক্রি হয়নি। শুধু স্থানীয় লোক নয় পর্যটক এবং বহিরাগতরাও প্রচুর পরিমাণে কমলালেবু কিনছেন। গোটা উত্তরবঙ্গ জুড়ে এবার কমলালেবুর রেকর্ড পরিমাণে বিক্রি হলো। এমনকি গোটা শিলিগুড়ি শহরজুড়ে রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছে কমলালেবুর। যা একেবারেই আশ্চর্যের মতো লাগছে। কারণ বিগত কয়েক বছর ধরে, বিক্রি হয়নি কমলালেবুর। এদিকে এবারে শিলিগুড়িতে কমলালেবু বিক্রেতাও এসেছেন বাইরে থেকে, এটা আগে আসেননি। তাই এবারে কমলালেবু বিক্রি নিয়ে উৎসাহি সকলে। এটা নতুন দিগন্ত খুললো কমলালেবুর, চায়ের ব্যবসার সাথে কমলালেবু যদি জনপ্রিয় হতে শুরু করে তবে উত্তরবঙ্গ বাসীর জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর,এমনটাও জানিয়েছেন কমলালেবু ব্যবসায়ীরা।


