রেশন গ্রাহকদের বৈধতা যাচাইয়ের নির্দেশ জারি কেন্দ্রের, বাতিল হতে পারে বাংলার লক্ষ লক্ষ কার্ড
বেস্ট কলকাতা নিউজ : সারা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (NFSA) আওতায় থাকা রেশন গ্রাহকদের বৈধতা যাচাই শুরু করেছে কেন্দ্রীয় সরকার । পশ্চিমবঙ্গেও রেশন গ্রাহকদের বৈধতার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে ৷ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে, সন্দেহভাজন কার্ডধারীদের তথ্য খতিয়ে দেখে অবৈধ প্রমাণিত হলে সেই রেশন কার্ড বাতিল করতে হবে ৷ খাদ্যমন্ত্রকের সর্বশেষ পর্যালোচনা রিপোর্টে জানা গিয়েছে, মোট ৮ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল । এর মধ্যে ইতিমধ্যেই ২ কোটি ৭৫ লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে ৷ রাজ্যগুলির রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৪০৬ টি রেশন কার্ড বাতিল করা হয়েছে ৷ অর্থাৎ যাচাই সম্পন্ন হওয়া কার্ডগুলির প্রায় ৭৬ শতাংশই অবৈধ বলে প্রমাণিত হয়েছে ৷

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন রেশন গ্রাহকের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর মধ্যে রাজ্য খাদ্য দফতর এখন পর্যন্ত ৩ লক্ষ ৫৩ হাজার ৩০৯ টি রেশন কার্ড বাতিল করেছে ৷ বাকি কার্ডগুলির যাচাই চলছে ৷ রাজ্যের এক আধিকারিক বলেন, “প্রথম দফায় প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার গ্রাহককে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল । কিন্তু তাঁদের মধ্যে অধিকাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু, যাদের আধার এখনও তৈরি হয়নি ।”
কেন্দ্রীয় সূত্রের দাবি, রেশন কার্ডে আধার নম্বর যুক্ত না থাকা, বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ থাকা, কার্ডধারীর মৃত্যু বা আর্থিকভাবে যোগ্যতার সীমা অতিক্রম করা-এসব কারণেই গ্রাহকদের যাচাইয়ের আওতায় আনা হয়েছে ৷ কেন্দ্রের নির্ধারিত নিয়ম অনুযায়ী, আয়কর দাতা, কোম্পানির ডিরেক্টর বা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকরা রেশন সুবিধা পাবেন না । কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তা বলেন, “দেশজুড়ে কোটি কোটি মানুষ রেশন সুবিধা পান । কিছু কার্ডে অনিয়ম থাকলে সেটি বন্ধ করা দরকার, যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত না হন ।”