রোগীরা নেই একেবারে, জেলা হাসপাতাল এসে বিভ্রান্ত সবাই
শিলিগুড়ি : গত কয়েকদিন ধরে চলছে ডাক্তারদের ধর্মঘট। আর তাতেই ছিন্ন বিচ্ছিন্ন রোগীরা। রোগীর আত্মীয়-স্বজন তাদের পেসেন্টকে নিয়ে এসে হতাশায় ফিরে যাচ্ছেন। গত পাঁচ দিন ধরে শিলিগুড়ির হাসপাতালের পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ন্যূনতম পরিষেবা নেই বললেই চলে। আউটডোর এবং এমার্জেন্সি একই অবস্থায় পড়ে আছে। ওষুধপত্রের অবস্থাও খারাপ। চিকিৎসা করাতে আসবে যারা তারা পরিষেবা না পেলে থাকবে কি করে? জানালেন রোগীর এক পরিজন। তিনি আরো জানালেন দিনের পর দিন এই পরিষেবা শুধুমাত্র একটা ঘটনার জন্য তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ চিকিৎসক এবং নার্সেরা সবাই চুপচাপ আছেন। গোটা বাংলা জুড়ে একই অবস্থা, শুধুমাত্র কয়েকজন চিকিৎসককে বাদ দিলে, সবাই পরিষেবাবন্ধ রেখে দিয়েছেন। শিলিগুড়ি হাসপাতালে গিয়ে দেখা গেছে রোগীদের ভিড় প্রথম কয়েকদিন ভালোই ছিল, কিন্তু পরিষেবা পাওয়া যাবে না এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে রোগীর সংখ্যা কমতে থাকে। এমনকি ভর্তি হওয়ার জন্য রোগীর আসার পরিমাণও কমে যায়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দু একদিন সমস্যা ছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে, রোগীরা না আসলে আমাদের তো কিছু করার নেই। শিলিগুড়ি হাসপাতালে গত কয়েক দিনে ডাক্তারদের সময় একেবারেই ধরে নিতে পারছেন না তারা। তাই গত কয়েকদিনে একেবারেই শূন্য হয়ে গেছে হাসপাতালে আসার রোগীর সংখ্যা। তবে মনে করা হচ্ছে, একটা সিদ্ধান্ত সবার সামনে আসলে সমস্যা মিটে যাবে অনেকটাই। তবে কবে এটার জন্যই বসে আছে রোগীর আত্মীয় এবং রোগীরা।