লকডাউনের জের, বিহারের ১০০ শ্রমিক আটকে রয়েছে হাওড়ায়
বেস্ট কলকাতা নিউজ : লকডাউনের জেরে একাধিক কলকারখানা বন্ধ রয়েছে প্রায় সমগ্র দেশজুড়েই।আবার বন্ধ হয়েছে কর্মীদের দৈনিক বেতনও । এর ফলে প্রায় একশোর বেশি শ্রমিক একপ্রকার অনাহারে দিন যাপন করছেন হাওড়ার ডোমজুড়ে একটি কারখানায়।ওই সমস্ত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করেন ডোমজুড় এলাকার অঙ্কুরহাটির একটি যন্ত্রাংশ তৈরির কারখানায়।মালিকপক্ষ ওই কারখানা বন্ধ করে দেয় দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পরেই।এদিকে ১০০ জন শ্রমিক আটকে পড়েন দুর্ভাগ্যক্রমে।আরও জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য বিহারেই তাদের প্রত্যেকেরই বাড়ি। ট্রেন বাস থেকে শুরু করে সমস্ত গণপরিবহন বন্ধ থাকায় তারা কার্যত ঘরবন্দী হয়ে পড়েছে ডোমজুড়ে।আটকে পড়া শ্রমিক আনন্দ কুমার, প্রকাশকুমার মণ্ডলদের দাবি, তারা যে ক’দিন কাজ করেছে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক তার বেতন দিয়েই ৷ কিন্তু মালিকের স্পষ্ট নির্দেশ, কাজ না করলে কোনো ভাবেই বেতন পাওয়া যাবে না।