শাসক-বিরোধী দলের প্রতিনিধিরা বহাল হলেন স্ট্রং রুমের পাহারার দায়িত্বে
বেস্ট কলকাতা নিউজ : এখন স্ট্রং রুমে বন্দি ১৫ জন প্রার্থীর ভাগ্য৷ আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা বহাল হলেন সেই স্ট্রং রুমের সিসিটিভির পাহারায়। উদ্দেশ্য একটাই, সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো ইভিএম বদল বা কারচুপি করতে দেখলে দেখা দিলে। তৃণমূলের পাশাপাশি বিজেপির প্রতিনিধিরাও পাহারায় বসেছেন। মেদিনীপুর-ঘাটাল-খড়্গপুরের তিন মহকুমার স্ট্রং রুমের বাইরে গতকাল এমনই ছবি দেখা গেল ৷
বাংলায় মোট আট দফা ভোট ৷ তার মধ্যে সম্পন্ন হয়েছে দুই দফার ভোট৷ স্ট্রং রুম তৈরি করা হয়েছে মূলত মেদিনীপুর, ঘাটাল, খড়গপুর এই তিন মহকুমায় ৷ তার সিসিটিভিতে চোখ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর, সঙ্গে পাহারায় রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ৷ প্রতিনিধিরা পাহারা দিয়ে চলেছেন আট ঘণ্টা শিফ্টে৷ এই নজরদারি চলবে মূলত মে মাসের ২ তারিখে গণনার আগে পর্যন্ত৷ কোনওভাবে যাতে ইভিএমে কারচুপি না হয় তাই এই পাহারা৷