শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীকে চড় মারার গুরুতর অভিযোগ উঠলো এক ডাক্তারের বিরুদ্ধে
শিলিগুড়ি : শিলিগুড়ি জেলা হাসপাতালে এবার এক রোগীকে চড় মারার অভিযোগ উঠলো এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় হাসপাতাল চত্বরে। তবে এদিন সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই চিকিৎসক জানান, এমন কোনও ঘটনাই ঘটেনি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও রোগীর বাড়ির আত্মীয়রা জানিয়েছেন ওই ডাক্তারের দুর্ব্যবহারের কারণে অনেক রোগীই চরম বিতশ্রদ্ধ। এমন অনেকেই আছেন যারা ওই ডাক্তারের কাছে যেতে চান না। কেন ওই ডাক্তার রোগীকে গায়ে হাত তুলে দিলেন কোন উদ্দেশ্য ছাড়াই সেটা নিয়েও এদিন প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মনে। এদিকে এই ঘটনা নিয়ে এদিন গোটা হাসপাতাল চত্বরে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে রোগীর বাড়ির আত্মীয়দের মধ্যে।


