শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ফুলেশ্বরী-জোড়াপানি নদী সংস্কারের কাজ খতিয়ে দেখতে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে জোর কদমে চলছে ফুলেশ্বরী-জোড়াপানি নদী সংস্কারের কাজ । এবার সেই কাজই দেখতে এলেন মেয়র গৌতম দেব। এদিন সকালে তিনি নিজেই এলাকা পরিদর্শন করলেন। এলাকা পরিদর্শন করে তিনি এদিন জানান, অনেকদিন ধরেই চলছে এই কাজ ,আজকে এলাকা পরিদর্শন করে তাই বিভিন্ন রকমের নির্দেশ দিয়ে গেলাম। সময় পেলে আবার আসবো। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, এবং শিলিগুড়ি পৌরসভার অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলরেরা। মেয়র এদিন আরো জানান শিলিগুড়ি পুরসভার কাজ চলছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে। আমরা তাই চেষ্টা করি বিভিন্নভাবে কাজ তৈরি করার। এদিন অনেকক্ষণ ধরেই মেয়র এলাকা পরিদর্শন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশও দেন।
