শিলিগুড়ি পুর নিগমের ৩১নং ওয়ার্ডে শক্তিগড় যুব সংঘের পরিচালনায় স্বর্গীয় কালা সাধু স্মৃতি শ্রী শ্রী কামাখ্যা মন্দিরের(পুনঃ নির্মিত) শুভ উদ্বোধন অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের ৩১নং ওয়ার্ডে শক্তিগড় যুব সংঘের পরিচালনায় স্বর্গীয় কালা সাধু স্মৃতি শ্রী শ্রী কামাখ্যা মন্দিরের(পুনঃ নির্মিত) শুভ উদ্বোধন অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব। আজ মন্দিরের উদ্বোধন করে জানালেন তিনি আমার ভীষণ ইচ্ছে ছিল এই মন্দিরের উদ্বোধন করার। যেটা আমি আজকে সম্পূর্ণ করলাম। ঈশ্বর সবার কাছে থাকেন সবার সাথে আছেন শুধুমাত্র ভক্তি ভরে তাকে স্মরণ করতে হবে। এদিন মন্দিরে উদ্বোধনে গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য নেতৃত্ব এবং কাউন্সিলারেরা। আরো জানান মন্দির সংস্কারের দায়িত্ব সবার আগে , সবার আগে সেই কাজটাই পূরণ করতে চেষ্টা করছে।
