শিলিগুড়ি পুরসভা ব্যর্থ পুনর্বাসন দিতে, শিলিগুড়িতে এসে ঠিক কার্যত এভাবেই তোপ ডাকলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
শিলিগুড়ি : শিলিগুড়িতে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। শিলিগুড়িতে পুরসভার সামনে এসে, কার্যত তৃণমূল কংগ্রেস শাসিত পুরসভা কে ঠিক এভাবেই তোপ ডাকলেন তিনি । এদিন তিনি জানান একেবারেই ব্যর্থ হয়ে গেছে এই পুরসভা, যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছে তা একেবারেই ব্যর্থ। সবকিছু দিক দিয়ে অপরিণত এই পুরসভা। চলে যাওয়া উচিত এদের। মানুষের আশা পূরণ করতে পারেনা, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারে না। অস্থায়ী দোকানগুলোর ব্যবস্থা করতে পারেনি। এদের কোনোভাবেই থাকা উচিত না। শিলিগুড়িতে জলের সমস্যা নিয়ে , পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল শাসিত পুরসভা কে এদিন কটাক্ষ করলেন তিনি। জানালেন বিশেষ করে যারা সাধারন মানুষ গরিব মানুষ , তাদের পানীয় জলের সমস্যা মিটলো কোথায়? তৃণমূল সরকার কিছুই করতে পারেনি। সমাধান করতে পারলে মানুষের এত সমস্যা থাকতো না বলেও এদিন জানান তিনি।
