শিলিগুড়ি পুরসভার তরফ থেকে ডাস্টবিন বিতরণ করা হলো ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভার তরফ থেকে এদিন ডাস্টবিন বিতরণ করা হলো শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে। এদিন সকাল থেকে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে ডাস্টবিন তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর বৈশাখী ডালমিয়া। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদস্যরা।এদিন কাউন্সিলর বৈশাখী ডালমিয়া জানান শিলিগুড়ি পুরসভা , জঞ্জাল সাফাই এর ব্যাপারে একটা আলাদা দৃষ্টান্ত রেখে চলেছে। তাই পুরসভার তরফ থেকে আবার ডাস্টবিন বিতরণ করা হলো বাসিন্দাদের স্বার্থে, তারা যাতে ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। আমি আজকে ওয়ার্ডের সব ধরনের বাসিন্দাদের হাতে ডাস্টবিন তুলে দিলাম । যাতে তারা বাঁশি বাজার সাথে সাথে আবর্জনা সহজেই ফেলে দিতে পারে। এই সময় এই জিনিসটা প্রচন্ডভাবে প্রয়োজন।
