শিলিগুড়ি পুরসভার তরফ থেকে বর্জ্য পদার্থ অপসারণ এর কাজ চলছে উৎসবের মরশুমে
শিলিগুড়ি : কয়েকদিন ধরে একের পর এক উৎসব চলছে শহর শিলিগুড়িতে। সামনেও বেশ কয়েকটি উৎসব আসছে। তাই শিলিগুড়ি পৌরসভার উদ্যোগে বর্জ্য পদার্থ অপসারণের কাজ চলছে জোর কদমে । এদিকে অবস্থা প্রচন্ড খারাপ শিলিগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডেও । মানুষ ক্ষোভ জানাচ্ছেন পুরসভার কাছে, অনেকে আবার এও জানান দিনের পর দিন বলা সত্ত্বেও সেভাবে কোন কাজ করতে পারেনি শিলিগুড়ি পুরসভা। সেই হিসাবে বলতে পারা যায় একপ্রকার ব্যর্থ শিলিগুড়ি পুরসভা।

এদিকে এই কথা কানে আসতে মাঠে নেমে পড়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রত্যেক কাউন্সিলর এবং পৌর অধিকারীরা। যার যার নিজের নিজের ওয়ার্ডকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে কাউন্সিলর দের নির্দেশও দিয়েছেন মেয়র। সেই হিসেবে চলছে শিলিগুড়ি পুরসভার কাজ। শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে চলছে জঞ্জাল অপসারণ এবং বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের কাজ। এদিকে দীপাবলি কালীপুজো শেষ হলেও সামনে রয়েছে ছট পুজো , তাই যতটা পারা যায় শহর শিলিগুড়িকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে, এই উদ্যোগে নেমে পড়েছে শিলিগুড়ি পৌর নিগম ।

