শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো উদয় শঙ্কর নৃত্য উৎসব ” প্রতিশ্রুতি”
শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো উদয় শংকর নৃত্য উৎসব ” প্রতিশ্রুতি”। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। অসাধারণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান উদয় শংকরের কথা আমরা বারবার মনে করি। তিনি যে কত বড় শিল্পী ছিলেন একমাত্র তিনিই তা জানেন। তিনি শুধু জাতীয় না আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত শিল্পী। তার পরিচয় এবং পরিস্থিতি নতুন করে বলবার কিছু থাকে না।
এদিন মেয়র আরোও জানান আমরা ভাগ্যবান যে তার শিল্পের ছটা আমরা স্বচক্ষে দেখতে এবং বুঝতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। তার শিষ্যরাও দেশে এবং বিদেশে নাম উজ্জ্বল করে আছে। আজকে যারা এখানে নৃত্য প্রদর্শন করলেন তারা সবাই বড় শিল্পী হওয়ার দাবি রাখে। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রতিষ্ঠিত নামি শিল্পীরাও।