শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিলিগুড়ি : শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । মেয়র এদিন জানান এই পুরস্কার দেওয়া আমার জন্য এক বিরাট দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি মনে করি প্রতিটি খেলার মধ্যে এই ধরনের পুরস্কার খেলোয়াড়দের বিশেষ ভাবে উৎসাহিত করে।

তিনি এও জানান শিলিগুড়ি শহরের বুকে প্রতিটি খেলা একটা আলাদা বৈচিত্র রাখে , বড় বড় ক্রীড়াবিদরা শিলিগুড়ির বুকে জন্মগ্রহণ করেছিলেন। শিলিগুড়ির মতো জায়গায় শিলিগুড়ি শহর অথবা বলতে পারা যায় শহর শিলিগুড়ি বহু স্বনামধন্য খেলোয়ারদের উপহার দিয়েছে । কি ব্যাডমিন্টন, কি টেবিল টেনিস এবং কি ক্রিকেট প্রতিটি জায়গাতেই একেক জন করে দক্ষ খেলোয়াড় পেয়েছে শহর শিলিগুড়ি। মেয়র গৌতম দেব এদিন আরো জানান আগামী দিনে শিলিগুড়ির বুকে আরো বহু নাম করা খেলোয়াড় উঠে আসবে। যা আমাদের জন্য অনেক বড় দৃষ্টান্ত। এবং উৎসাহিত করবে সেই সমস্ত ক্রীড়া প্রেমীদের যারা আগামী দিনে বড় বড় খেলা মঞ্চস্থ করার জন্য উৎসাহী।

