শিলিগুড়িতে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল দুধ, আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে ভেজাল দুধ বিক্রি হচ্ছে, এই খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরে। শিলিগুড়িতে কয়েক হাজার দুধের কাউন্টার আছে। শিলিগুড়ি এবং তার আশেপাশের গোনা কাউন্টার এ বিক্রি হয় প্যাকেটের দুধ। আর সেই দুধ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের অনেকেই জানিয়েছেন যে দুধ বিক্রি হচ্ছে, সেই দুধে বিষাক্ত কেমিকাল মেশানো আছে। যে কেমিক্যালে থেকে হতে পারে নানান রোগ। বাচ্চাদের ক্ষেত্রে সেই সমস্যা আরো বাড়তে পারে। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে শহরের মানুষদের মনে।

এদিকে শিলিগুড়ি শহরের এক বাসিন্দা জানিয়েছেন সকালে কাগজ এবং দুধ একসাথে আনতে যাই , দুধের খবর যা পেলাম তাতে আশঙ্কা বাড়ছে। দুধের বদলে অন্য কিছু খেতে হবে। এখন শিলিগুড়ি শহরে বেশ কয়েকটি কোম্পানি প্যাকেটের দুধ সরবরাহ করে। এইসব কোম্পানির দুধ কতখানি সঠিক সেটা একমাত্র সময় বলতে পারবে। কারণ জানা গেছে , হয়তো আগামী মাসে দুধের গুণমান পরীক্ষা করা হবে। তারপরে রাখা হবে কি রাখা হবে না সেটা চিন্তা করা হবে। আগের থেকে এখন কোম্পানিও বেড়েছে, তাই দুধের বিক্রিও বেড়েছে। শিলিগুড়িতে বেশ কয়েকটি এলাকা জুড়ে বিক্রি হয় দুধ। এবারে হয়তো বিধি নিষেধ আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *