শিলিগুড়িতে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে এই দাবি নিয়ে পুলিশ কমিশনারেটে বিক্ষোভ দেখালেন হিন্দু মহা মঞ্চ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই, দিনে রাতে হয়ে যাচ্ছে চুরি এবং ডাকাতি। রোববার দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে। আজকে এই দাবিতে শিলিগুড়ির আইন-শৃঙ্খলার উন্নয়নের দাবিতে বিক্ষোভ দেখালো হিন্দু মহা মঞ্চ। আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বিক্ষোভ দেখায় তারা। তারা জানিয়েছে গত এক মাসে শিলিগুড়িতে প্রতিদিন কোন না কোন জায়গায় কোন না কোনভাবে অপরাধ হয়েছে। অথচ প্রশাসন কিছুই করতে পারে, এক বয়স্ক মহিলাকে মারধর করে তার কাছ থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে গেছে এর চাইতে আর খারাপ কি হতে পারে। আজ হিন্দু মহা মঞ্চের তরফ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বিক্ষোভ দেখায় তারা। অবিলম্বে আইনশৃঙ্খলার উন্নতি না হলে আরো বড় আন্দোলন করবে বলেও এ দিনতারা জানিয়ে দেয় । আইনশৃঙ্খলা দিনে দিনে অবনতি হচ্ছে , এই দাবি জানিয়ে গোটা শিলিগুড়ি জুড়ে আন্দোলন করে যাচ্ছে হিন্দু মহা মঞ্চ।

তাদের সাথে তালে তাল মিলিয়েছে অন্যান্য দলগুলিও। এবার সরাসরি পুলিশ কমিশনারেটে বিক্ষোভ দেখালো হিন্দু মহা মঞ্চ। পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় তারা। হিন্দু মহা মঞ্চে তরফ থেকে দিন আরো জানানো হয়েছে অবিলম্বে যদি আইন-শৃঙ্খলার উন্নতি না হয় তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলন করবে তারা। গোটা বাংলা জুড়ে হবে তাদের আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *