শিলিগুড়িতে আর্ট এক্সিবিশনে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শহর শিলিগুড়িতে আয়োজিত হল এক অভিনব আর্ট এক্সিবিশনের। এ বছর দ্বিতীয় বছরে পরল শিলিগুড়ির এই আর্ট কম্পিটিশন।এদিন এই কম্পিটিশ দেখতে এলেন মেয়র গৌতম দেব। জানা গেছে শিলিগুড়ির বড় বড় শিল্পীদের নিয়ে মূলত তৈরি হয়েছে আর্ট এক্সিবিশন। অসাধারণ সব আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনকে বিশেষ ভাবে সমৃদ্ধশালী করে তোলে। যার দায়িত্বে মূলত ছিলেন শিলিগুড়ির বড় বড় নামকরা শিল্পীরা। এমনকি এদিন মেয়রকে রং ও তুলি নিয়ে ক্যানভাসে ছবিও আঁকতে দেখা যায়।
