শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হল বাংলা পক্ষের তরফ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়িতে এক সম্মেলনের আয়োজন করা হল বাংলা পক্ষের তরফ থেকে। বাংলা পক্ষের পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায় এদিন জানান বিভিন্ন ভাষাভাষী মানুষ এসে বাংলাতেই বসে বাংলা তথা বাঙালির সম্মান নষ্ট করছে। এরা কিভাবে বাংলায় ঢুকছে আমরা জানি না, কিন্তু বিভিন্ন এলাকায় যেভাবে বিহারী এবং অন্যান্য ভাষাভাষী মানুষদের প্রকোপ বেড়ে গেছে তাতে আমাদের মত বাঙ্গালীদের সত্যিই চিন্তার বিষয়। আজকে যদি আমরা বাইরে পরীক্ষা দিতে যাই আমরা কি সেই আত্মীয়তা পাবো যেটা আমরা ওদের দিই আমি মানুষের বিরুদ্ধে নই তবে এইভাবে বাংলা তথা বাঙালি সম্মান চলে যাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমাদের সাংবাদিক সম্মেলন এই কারণে করা। যাতে আমরা মানুষকে জানাতে পারি ভবিষ্যতে বাঙালির কি কি সমস্যা আসতে পারে।
তিনি জানান এটাও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা বাংলায় থেকে স্বীকৃতি পাই না, আজকে বাইরে থেকে এসে ভুয়া নামে পরীক্ষা দিয়ে যাচ্ছে কিছু অবাঙ্গালী আর সেটা আমরা মেনে নেব। কিভাবে সম্ভব এটা, তাই আমাদের এই সাংবাদিক সম্মেলন। যাতে আমরা শিলিগুড়ি মানুষকে বুঝাতে পারি আমার আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি, আমাদের জেগে উঠতে হবে।