শিলিগুড়িতে এলেন ” পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী” স্নেহাশীষ চক্রবর্তী পরিদর্শন করলেন ” আমাদের পাড়া আমাদের সমাধান ” এর কর্মসূচি স্থল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পরিদর্শন করলেন ” আমাদের পাড়া আমাদের সমাধান ” এর কর্মসূচি স্থল। তার সাথে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং মিড ডে মিল বিভাগের এম এমআইসি শ্রাবণী দত্ত। এদিন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রীর অনেক সাধের প্রকল্প” আমাদের পাড়া আমাদের সমাধান ” উপকার পাচ্ছে সবাই। বিশেষ করে বাংলা মাধ্যম স্কুলের এই আমাদের পারা আমাদের সমাধানের মধ্য অন্তর্ভুক্তি একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে। উপকৃত হবে সমস্ত ছাত্র-ছাত্রীরা। কারণ বাংলা মাধ্যম স্কুলে যারা যারা পড়ে, তারা অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসা। পড়াশোনা এবং তার জিনিসপত্র কেনা তাদের কাছে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। স্কুলের থেকে যদি তারা সাহায্য পায় অনেকটাই উপকার হয়।

এদিন নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় এ নতুন” ওয়াটার পিউরিফায়ার এর উদ্বোধন করলেন মন্ত্রী নিজে। তার সাথে ছিলেন মেয়র এবং মিড ডে মিল বিভাগের এম এমআইসি শ্রাবণী দত্ত। এদিন মিড ডে মিল বিভাগের এম এমআইসি শ্রাবণী দত্ত জানালেন এর আগে ২৫ টি স্কুলে ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয়েছে। আজকে আর একটা স্কুল অন্তর্ভুক্ত হলো, মিড মিল বিভাগের দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে পেরে সত্যি ভালো লাগছে আমার। আরো বেশ কয়েকটি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে বলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *