শিলিগুড়িতে এলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পেহেলগাঁও ইস্যুতে চরম নিশানা করলেন বিজেপিকে
শিলিগুড়ি : শিলিগুড়িতে এলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন শিলিগুড়িতে এসে তিনি জানান বিজেপি ধর্মের নামে বিভেদের চেষ্টা করছে গোটা দেশ জুড়ে। মলয় ঘটক এদিন আরও জানান যুদ্ধ যুদ্ধ খেলা খেলে বিজেপি গোটা দেশের মানুষকে চরম বোকা বানাচ্ছে, আর মানুষ এটাকেই সত্যি বলে ভেবে নিচ্ছে, কিন্তু এটা আর বেশি দিন চলবে না, এখনই মানুষ বুঝে গেছে পেহেলগাঁও তে কি হয়েছে? যে বিজেপি এত গর্ব করে দেশের সামরিক সুরক্ষা নিয়ে, এতগুলো মানুষ যখন মারা গেল বিজেপি তখন কি করছিল? তাদের সেনাবাহিনী ও তখন কোথায় গেল? তাদের ইন্টেলিজেন্ট রিপোর্ট কি বলল? কাশ্মীরের মতো জায়গায় দুপুর দুটো আড়াইটার সময় এত বড় ঘটনা ঘটে গেল, অথচ দিনের পর দিন বিজেপি দেখিয়ে এসেছে ভারতবর্ষ ঠিক কতটা শক্তিশালী হয়েছে। এখন কোথায় গেলো শক্তি? এদিকে কিছু টিভি চ্যানেল রোজ দেখিয়ে চলেছে, এই যুদ্ধ শুরু হবে, আর ভারত পাকিস্তান কে ধ্বংস করে দেবে, এই গল্প মানুষ বুঝে গেছে।

শ্রমমন্ত্রী এদিন এও বলেন আগামী বছর এ রাজ্যে বিধানসভা ভোট, তাই বিজেপি আবার চমক দিয়ে জয় লাভ করতে চেষ্টা করবে, কিন্তু মানুষ এবারেও সেটা হতে দেবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবের মাটিতে পা দিয়ে চলেন, আর এই বাংলাকে তিনিই রক্ষা করে আসছেন। মলয় ঘটক এদিন আরো বলেন, নির্বাচনের আগেই বিজেপি এইসব খেলা শুরু করে দেয়, আর তার সঙ্গী হয় সিপিএম। কিন্তু এত করেও কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন।