শিলিগুড়িতে ক্রমশ কাপাচ্ছে ফারাক্কার ইলিশ মাছ, কিনতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছেনএমনকি ক্রেতারাও
শিলিগুড়ি : শিলিগুড়িতে পুরো দস্তুর বিক্রি হচ্ছে ফারাক্কার ইলিশ মাছ। বাংলাদেশের সমস্যার কারনে ফারাক্কার ইলিশ মাছ এখন শিলিগুড়িতে। বলা যায় ভালই বিক্রি হচ্ছে। ভাইফোঁটা র সময় ও বিক্রি হয়েছে ফারাক্কার ইলিশ মাছ। স্বাদ ভালো, এবং দাম ও মধ্যবিত্তের নাগালের মধ্যে। নিম্নবিত্তেরাও ফারাক্কার ইলিশ কিনছেন, শিলিগুড়ির মূলত সবকটি বাজারেই পাওয়া যাচ্ছে ফারাক্কার ইলিশ মাছ। ক্রেতারা জানিয়েছেন ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি বাংলাদেশি ইলিশ কেনার এবং খাবার, এবারে অসময়ে ফারাক্কার ইলিশ মাছ তাদের সেই কষ্ট অনেকটাই মিটিয়ে দিচ্ছে। এবারে নাগালের মধ্যে পেয়ে আর দেরি করেননি ক্রেতারা।
এদিকে শিলিগুড়ির বিধান মার্কেটে ৯০০ টাকা কেজিতে এবং হায়দার পাড়াতে হাজার টাকা তে পাওয়া যাচ্ছে ফারাক্কার ইলিশ মাছ, সুভাষপল্লীতেও পাওয়া যাচ্ছে বারোশো টাকা কেজি ধরে ইলিশ। নাগালের মধ্যে মাছ পেয়ে যাওয়ায় ক্রেতারাও কিনছে, অনেক সময় বিক্রেতারা কাটা ইলিশ ও বিক্রি করছেন। সব মিলিয়ে নভেম্বরে শুরুতে বেজায় খুশি ক্রেতারা।