শিলিগুড়িতে গ্রেপ্তার হল আন্তর্জাতিক জালিয়াত চক্রের কিং পিং মোহাম্মদ শহিদুলের এক সহচর
শিলিগুড়ি : শিলিগুড়িতে গ্রেপ্তার হল আন্তর্জাতিক জালিয়াতি চক্রের কিং পিন মোঃ শহিদুলের সহচর মোহাম্মদ রেজাবুল। তাকে এদিন প্রধান নগরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বহু অপরাধ এর মামলা চলছে। এদিকে খবর পাওয়া গেছে মোহাম্মদ রেজাবুল এবং মোহাম্মদ সইবুল দুজনে মিলে এশিয়ার বিভিন্ন ছোট ছোট দেশে তাদের জালিয়াতির কাজ কারবার চালাতো। তারা এই কাজে নিযুক্ত করত বিভিন্ন জায়গা থেকে আসা গরিব ছেলে মেয়েদের। তাদের পয়সা দিয়ে তারা এ কাজ চালাতো। পুলিশের কাছে মোহাম্মদ শহিদুলের নামে এর আগেও বহু অভিযোগ জমা পড়েছিল। বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে তারা অবশেষে আটক করে মোহাম্মদ শহিদুল কে। আবার এই মোহাম্মদ শহিদুল কে সঙ্গে নিয়ে তার দীর্ঘদিনের সঙ্গী মোহাম্মদ রেজাবুলকে গ্রেফতার করে পুলিশ।

আরো জানা গেছে এরা বিভিন্ন দেশে জুয়ার চক্র চালাত। এছাড়া বহু অপরাধের সাথে তারা দীর্ঘদিন ধরে জড়িত ছিল বলেও খবর মেলে। তারা একটি বাড়িতে ভাড়া থেকে এখানকার কাজকারবার চালাতো বলে জানিয়েছে পুলিশ। প্রধান নগরে তারা বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালানো ছাড়াও নতুন করে নেশার আসর এবং অন্যান্য জিনিস বসাতো। এদের বিরুদ্ধে আগেই অসন্তোষ ছিল স্থানীয় মানুষের। মোঃ রেজাবুলকে গ্রেপ্তার করে পুলিশ এদিন কোর্টে চালান করে।