শিলিগুড়িতে টোটো নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে টোটো নিয়ে ওরা ব্যবস্থা নিতে চলেছেন প্রশাসন। গত দু-তিন দিন আগে ঠিক এমনটাই জানিয়েছিলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে প্রায় আগের থেকে তিন গুন্ টোটো বেড়ে গেছে আর বেড়েছে অপরাধও। এই কারণে এবার টোটো কে নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছেন প্রশাসন। নতুন এবং পুরানো উপায় টোটো চালকদের ক্ষেত্রেই প্রশাসন এক নির্দিষ্ট গাইডলাইন তৈরি করবে। এই নিয়ম এবং গাইডলাইন মেনে যদি টোটো চালকরা টোটো চালান তবে যারা শিলিগুড়িতে টোটো চালাতে পারবেন। আগামী ১৫ই আগস্ট এর মধ্যে এই গাইড লাইন তৈরি করে তবে চালকদের হাতে তুলে দেওয়া হবে। শিলিগুড়িতে টোটো নিয়ে বিস্তার অভিযোগ সাধারণ মানুষের, টোটো ধাক্কায় প্রাণহানি পর্যন্ত ঘটেছে, টোটকে নিয়ে আর কোন ঝুঁকে নিতে চাইছে না শিলিগুড়ি প্রশাসন।

তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিয়ম করে টোটো না চালালে বা বৈধ কাগজপত্র না থাকলে টোটকে শিলিগুড়ি রাস্তায় চলতে দেওয়া যাবে না। অবৈধ উপায় টোটো চালানো যাবে না, এবং যাত্রীদের সাথে নির্দিষ্ট অর্থের বেশি অর্থ নেওয়া যাবে না। এখন এটাই দেখার এই নির্দেশ টোটো চালকরা কতখানি মেনে নিয়ে চলে। শিলিগুড়িতে ইতিমধ্যেই যানজট নিয়ে কাবু পুরসভা তাই এবার সরাসরি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে শিলিগুড়ি পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *