শিলিগুড়িতে মেয়র কাপ আন্ত বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি ইন্দোর স্টেডিয়ামে মেয়র কাপ আন্ত বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব । এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান , মেয়র কাপ টেবিল টেনিস গতবারে প্রচন্ড আকর্ষণীয় হয়েছিল , আশা করি এবার আরো বেশি আকর্ষণ হবে কিংবা বলতে পারা যায় আকর্ষণ থাকবে। সব প্রতিযোগী এবং প্রতিযোগীনীদের আমার তরফ থেকে থাকলো ভালো খেলবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা।

এদিকে এদিন নিজেই টেবিল টেনিস বোর্ডে এসে হাতে টেবিল টেনিস ব্যাট তুলে নেন মেয়র। নিজেই খেলে উদ্বোধন করলেন এই টেবিল টেনিস প্রতিযোগিতা। এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি বেশ কয়েকজন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব এবং বেশ কয়েকজন এমএমআইসি এবং কাউন্সিলরও। মেয়র এদিন আরো জানান শিলিগুড়ি পরিচিতি পেয়েছে টেবিল টেনিসের শহর হিসাবে, কত প্রতিভাবান কৃতি টেবিল টেনিস খেলোয়াড় শিলিগুড়ি থেকে উঠে এসেছে। আজকে সেই শহরেই মেয়র কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা হচ্ছে। তাই তাকে জনপ্রিয় তো করতেই হবে।