শিলিগুড়িতে শুরু হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভাল
শিলিগুড়ি : শিলিগুড়িতে এবার অনুষ্ঠিত হবে তরাই হিমালায়ান ফেস্টিভ্যাল। আজকে মেয়র গৌতম দেব এই ঘোষণা করেন। তিনি আরো জানান পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গ একটা আলাদা দৃষ্টান্ত রেখে চলেছে। আর আমাদের কাছে উত্তরবঙ্গ বলতে পাহাড় এবং সমতল সবকিছুকেই বোঝায়। এই যে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এতে উপকৃত হবেন অনেকেই। এই ধরনের ফেস্টিভ্যাল হলে সাধারণ মানুষ বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত , তারা প্রচন্ডভাবে উপকৃত হন। উপকৃত হন হোমস্টে এবং টুরিস্ট লজের মালিকেরা। উত্তরবঙ্গ মানেই পর্যটন, এটা শুধুমাত্র আজকের থেকে, না যুগ যুগ ধরেই মানুষ মেনে নিয়েছে। এই তরাই এবং ডুয়ার্স ফেস্টিভ্যাল হলে, সারা ভারতের কাছে উত্তরবঙ্গের মানচিত্র অনেকটাই উজ্জ্বল হবে। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ , এবং শিলিগুড়ি পুরসভার এমএম আইসি এবং অন্যান্য আধিকারিকরাও । মেয়র এদিন আরো জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্য যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের ফেস্টিভ্যাল হলে বহু মানুষই আর্থিকভাবে এগিয়ে যেতে সক্ষম হবে।
