শিলিগুড়ির আশ্রম পাড়ার ছেলে বিভাস দাস মোমবাতি প্রদীপের এক অপরূপ সন্ধান নিয়ে এলো সকলের সামনে
শিলিগুড়ি : শিলিগুড়ি আশ্রম পাড়ার ছেলে বিভাস দাস মোমবাতি এবং প্রদীপের এক অপরূপ সমাহার নিয়ে এলো সকলের কাছে । বিভাস জানায় আমাদের প্রচন্ডভাবে জাগিয়ে তোলে মোমবাতি এবং প্রদীপ। এই কালীপুজোর দীপাবলিতে মোমবাতি এবং প্রদীপ অন্ধকারকে দূর করে আলোর সন্ধান নিয়ে আসে। এমনকি মোমবাতি এবং প্রদীপ আমাদের কাছে শুধুমাত্র জিনিসপত্র হয়েই থাকে না, আমাদের কাছে ঐতিহ্যের ধারক এবং বাহকও বটে । তাই আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়েই এই মোমবাতি এবং ধুপকাঠির এবং প্রদীপের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে পথ চলা। যাতে ভবিষ্যতে এই জিনিসগুলির ধারাবাহিকতা বজায় থাকে।


