শিলিগুড়ির কোর্ট মোড়ের বল্লভ ঘোষের মিষ্টির দোকান, ১০০ বছরে পুরনো এই দোকান আজ ধরে রেখেছে তার সাবেকিয়ানাকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির কোর্ট মোড়ের বল্লভ ঘোষের মিষ্টির দোকান, একশ বছরের পুরনো এই মিষ্টির দোকান। এখনো সেই পুরনো ভাবেই আছে। দোকানের আজ কোন পরিবর্তন হয়নি। ১০০ বছরে পুরনো দোকানে খসে পড়েছে দেওয়াল। মরচে পড়ে গেছে অনেক কিছু, কিন্তু তবুও দোকানের ভিড় দেখলে আপনি বুঝতেই পারবেন না দোকানের এতটা জনপ্রিয়তা আছে। ১০০ বছরে পুরনো দোকান আমাদের এমনটাই জানালেন দোকানের বর্তমান মালিক সঞ্জয় ঘোষ। তিনি আরো জানান আমাদের এখান থেকে একবার মিষ্টি খেলে আপনি ঘুরে আবার আসবেন। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কর্মচারীর সংখ্যা প্রায় ২০ জন। সারাদিন ধরে চলে মিষ্টি বিক্রি। এভাবেই আমরা চলতে চাই। তিনি এও জানান কোর্ট মোড়ে এসে যে কাউকে আপনি জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন ওই মিষ্টির দোকানের খোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *