শিলিগুড়ির প্রধান নগরে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়লো এক যুবক
শিলিগুড়ি : প্রধান নগরে আগ্নে অস্ত্র সহ ধরা পড়লো এক যুবক। জানা গেছে যুবকের নাম মোহাম্মদ ইসমাইল। সে মূলত প্রধান নগরের বাসিন্দা। বিহারের বাসিন্দা হলেও, এইসব কাজের সূত্রে সে শিলিগুড়িতেই থাকত বলেই জানা গেছে। এমনকি এও জানা গেছে সে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজের সাথে জড়িত ছিল, এই কাজ করতে গিয়ে কয়েক বার ধরা পড়ে যায়, তবে নির্দিষ্ট কোন প্রমাণ না থাকায় সে ছাড়াও পেয়ে যায়। প্রচুর টাকাও লেনদেন করতো ওই যুবক । তার জন্য বাইরে থেকেও মাফিয়ারা আসতে বলে জানা গেছে।
